
রাইজিংসিলেট- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি থাকলেও তার শারীরিক অবস্থা এখনও বিমানযাত্রার উপযোগী নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হলেও চিকিৎসকরা এখনই তাকে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল ঘোষণা দিতে পারছেন না।
পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতারা এবং এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড এ বিষয়ে নিয়মিত আলোচনায় রয়েছে। তবে হৃদযন্ত্র, ফুসফুস ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা বাড়ায় তার শরীরের পরিস্থিতি বারবার অস্থির হয়ে উঠছে বলে জানা গেছে। চিকিৎসকদের মতে, বিদেশে স্থানান্তরের জন্য যে মাত্রায় শারীরিক স্থিতি প্রয়োজন, খালেদা জিয়া এখনো সেই অবস্থায় পৌঁছাননি।
বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে মেডিকেল বোর্ড জানায়, বাংলাদেশসহ যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল তার অবস্থা পর্যবেক্ষণ করছে। তারা মনে করছেন, শারীরিকভাবে উপযুক্ত পরিস্থিতি তৈরি হলেই দ্রুত বিদেশ স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
এদিকে ৫ ডিসেম্বর সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে তার ছোটবোন ডা. জুবাইদা রহমান হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। ওইদিনই তার এন্ডোস্কপি সম্পন্ন হয় এবং মেডিকেল বোর্ড জানায়, পাকস্থলীর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে।