
রাইজিংসিলেট- চীনের উদ্যোগকে ইতিবাচক বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বাধীন উদ্যোগকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন। ২৩ জুন, সোমবার বেইজিংয়ের পিপলস গ্রেট হলে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে বহুপাক্ষিক সহযোগিতায় পরিণত হবে।
বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে চীন সফরে রয়েছে। সফরের অংশ হিসেবে তারা চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।