ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধংস

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৮, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১০ টি মেশিন এবং আনুমানিক ২হাজার ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।

ঘটনাস্থল হতে অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং ২ টি মেশিন জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।

১৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।