
কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স ছিলেন এক সময় প্রতিপক্ষ বোলারদের আতঙ্কের নাম। আগ্রাসী ব্যাটিং আর অবিশ্বাস্য শট খেলার ক্ষমতায় জয় করেছিলেন কোটি ভক্তের মন।
এবার সেই ডি ভিলিয়ার্স জানালেন তার চোখে দেখা সেরা পাঁচ টেস্ট ক্রিকেটারের নাম।
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলির পরিচালিত জনপ্রিয় পডকাস্ট ‘Beard Before Wicket-এ অংশ নিয়ে তিনি নিজের তালিকা প্রকাশ করেন। অবাক করার মতো বিষয় হলো, তালিকায় জায়গা পাননি ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি।
ডি ভিলিয়ার্সের নির্বাচিত পাঁচজন ক্রিকেটার হলেন:
মোহাম্মদ আসিফ (পাকিস্তান): ক্যারিয়ারে দেখা সবচেয়ে চ্যালেঞ্জিং পেসার বলে উল্লেখ করেছেন ডি ভিলিয়ার্স।
অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড): ব্যাটিং-বোলিংয়ে সমান দক্ষ প্রভাবশালী অলরাউন্ডার।
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ডি ভিলিয়ার্সের মতে, সর্বকালের সেরা অলরাউন্ডার।
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): স্পিন কিংবদন্তিকে তিনি আখ্যা দিয়েছেন ‘শিল্পী’, যার বোলিং ছিল একপ্রকার কবিতা।
শচীন টেন্ডুলকার (ভারত): ক্রিকেট ইতিহাসের জীবন্ত কিংবদন্তি, যাকে সবাই ‘লিটল মাস্টার’ নামে চেনে।
ভিলিয়ার্স বলেন, “ক্যালিস সর্বকালের সেরা অলরাউন্ডার, আর আসিফকে মোকাবিলা করা ছিল আমার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। শেন ওয়ার্ন ছিলেন এক শিল্পী, যার প্রতিটি ডেলিভারি ছিল বিশেষ কিছু।