
রাইজিংসিলেট- ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে তারা বিলের মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান।
(১১ অক্টোবর)শনিবার সকালে তারা বিলের মুক্ত জলাশয়ে মৎস্যজীবী মালিকপক্ষের অর্থায়নে পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
মোঃ শফিকুল ইসলাম খান বলেন,কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কেউ যদি কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাছের বংশবৃদ্ধি ও পরিবেশ রক্ষায় থানার এ উদ্যোগে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর মধ্যে সন্তোষের সঞ্চার হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।