ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
আগস্ট ১২, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র, ঋণ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি বের হয়। উপজেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে যুব সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা যুব উন্নয়ন অতিরিক্ত কর্মকর্তা মোঃ মাহাবুব উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ তরিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন আহমদ, সমাজ সেবা কর্মকর্তা শফিউর রহমান,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, হাবিবুর রহমান, এম সাইফুদ্দীন, সাইফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাব ছাতক প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম ফারুক আহমদ নোমান ও মোঃ ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, আল ইমরান আবির, রবিউল হাসান, কাওছার আহমেদ সহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—যুবরাই দেশের শক্তি, দেশের আগামী দিনের আশা। একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি হল তার তরুণ প্রজন্ম। যুবকদের নেতৃত্বে উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের যুবকদের ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।