ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশাল বি ক্ষো ভ মিছিল

rising sylhet
rising sylhet
জুলাই ১৩, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসারা দেশে ক্রমবর্ধমান সহিংসতা, চাঁদাবাজি, খুন, ধর্ষণ এবং সাম্প্রতিক মিডফোর্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সুনামগঞ্জের ছাতকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ গেইট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাতক উপজেলা শাখা -এর ব্যানারে আয়োজিত এই মিছিলে শিক্ষার্থী, পেশাজীবী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং সারাদেশে চলমান অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে; প্রতিদিনই কোথাও না কোথাও খুন, ধর্ষণ বা চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে উৎসাহিত করছে। সমাবেশে বক্তারা আরও বলেন, মিডফোর্ট হত্যাকাণ্ড নিছক একটি অপরাধ নয়, এটি ছিল মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। তারা সরকারের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, দ্রুত ও সঠিক বিচার না হলে রাজপথে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে এবং এই বার্তা শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি বিবেকবান মানুষের কাছে পৌঁছাতে হবে। আয়োজকরা জানান, দেশের তরুণ সমাজ আর নীরব দর্শক হয়ে থাকবে না। একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ বিক্ষোভের নেতৃত্ব দেন আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন, খালেদ আহমদ রাজেদ, তাজিদুল ইসলাম, আবদুল আজুদ এবং সদস্য সচিব সাদেক আহমদ ও যুগ্ম সদস্য সচিব আল ইমরান আবির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।