
ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একান্ত মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমদ মিলন।
গত শুক্রবার ( ৩ অক্টোবর) ছাতক পৌর শহরের নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য প্রদান করেন,
দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মোশাহিদ আলী, মোঃ আতিকুর রহমান এবং এশিয়ান টিভির সিলেট পশ্চিম প্রতিনিধি এ আর সায়েম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফজল উদ্দিন, জামরুল ইসলাম রেজা, মোঃ তাজেদুল ইসলাম, মোহাম্মদ জে আলম ও দিলোয়ার হোসেন জয় সহ অনেকে।
সভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে আমি ছাতকের সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি। তৃণমূল পর্যায় থেকে আমি ব্যাপক সমর্থন পেয়েছি।
তিনি আরও বলেন, দল থেকে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে প্রস্তুত রয়েছি।
ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে একটি মডেল অঞ্চলে রূপান্তর করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য প্রয়োজন। এই লক্ষ্যে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।