
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে চাদাবাজি ও নাশকতার অভিযোগে যুবলীগ নেতা রোপন আহমেদ ওরফে রুপন কে গ্রেপ্তার করে ছাতক থানার পুলিশ।গত ৮ আগস্ট শুত্রুবার সন্ধ্যায় মরা চেলা ও ইসলাম বাজার এলাকা থানা এস আই সিকন্দর ও এস আই রাহিম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। সে উপজেলার ১ নং ইসলামপুর ইউনিয়নের উপজেলা যুবলীগের যুন্ম সম্পাদক আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও হাদা গ্রামের জোয়াদ উল্লাহ ছেলে রোপন আহমেদ ওরফে রুপন।
তার বিরুদ্ধে রয়েছে দীর্ঘদিন ধরেই সুরমা,চেলা, মরা চেলা, বাইরাং ও সোনাই নদীতে বারকী নৌকা আটকিয়ে চাদা আদায় করে আসছে। তার নেতৃত্বে সীমান্তবতী এলাকায় চাদাবাজি,হামলা,ফরেষ্ট জায়গা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু,পাথর লুটপাট,চোরাচালান,মাদক ব্যবসা করে শুন্য থেকে কোটিপতি হয়েছেন। বর্তমান আওয়ামী গুপ্ত ট্রেনিং প্রাপ্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসাবে ব্যাপক পরিচিত রয়েছে। এব্যাপারে থানা এস আই সিকন্দর আলী এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নৌপথে নদীতে চাদাবাজি ও নাশকতার অভিযোগে রুপনকে গ্রেপ্তার করেছে।