
ছাতক প্রতিনিধিসুনামগঞ্জের ছাতকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান । উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন । প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন আমন মৌসুমের ফসলে যেভাবে পাম্পার ফলন হয়েছে সেভাবে সব্জি চাষের উপর ও ছাতক বাসীকে গুরুত্ব দিতে হবে।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত কৃষি কাজ করে উপকৃত হয় এ বিষয়টি খেয়াল রেখে সরকার কৃষক দের আরও স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। সঠিক বীজ বাছাই করেপ্রযুক্তির মাধ্যমে তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে। তাই তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলা হচ্ছে। প্রশিক্ষিত কৃষকরাই পারে অর্থনৈতিক চালিকা শক্তির ভিত্তি মজবুত করে গড়ে তুলতে। আগামীতে কৃষকরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।সভাপতির বক্তব্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন কৃষির প্রতি সরকার গুরুত্ব দিয়ে কৃষক দের প্রশিক্ষনের মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি পূরণ করতে চায়। পতিত জমি খালি রেখে বাজার থেকে চওড়া দামে সবজি কিনে যাতে আরখেতে না হয়।সেদিকে লক্ষ্য রেখে সরকার কৃষক দের আধুনিক চাষাবাদ পদ্ধতি শিখিয়ে দেশের মানুষের সবজির চাহিদা পূরণ করতে এইরকম আয়োজন করেছে।