ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে নৌপুলিশের অভিযানে গত মঙ্গলবার (১২ আগষ্ট) ছাতক নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন দোয়ারাবাজার থানা এলাকার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদী হতে সাদা সিঙ্গেল পাথরবাহী একটি স্টীলের তৈরি নৌকা এবং দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা সাদা সিঙ্গেল পাথর সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানায় কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জের সাদা পাথর হতে উক্ত পাথর চুরি করে দিরাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত দুই জন হলো জামালগঞ্জ থানা এলাকার ফাজিলপুর গ্রামের নুরুজ্জামালের ছেলে হেলাল মিয়া (২৭) ও বাগানী গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আজিদ (৪০)।
ছাতক নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের নৌ পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।