
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি ; সুনামগঞ্জের ছাতক উপজেলায় উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে সিসি ঢালাই প্রকল্পের টাকা থেকে স্থানীয় ইউপি সদস্যের আজাদ মিয়ার বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রুক্কা গ্রামের মাসুক মিয়া গংদের বাড়ির সামনের প্রায় ২৫০ ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজটি কাবিটা প্রকল্প নং–৭৪, অর্থবছর ২০২৪-২৫ এর আওতায় সম্পন্ন হয়। প্রকল্পটির মোট বরাদ্দ ছিল ২,০০,০০০ টাকা। উক্ত প্রকল্পের সম্পাদক ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগে উল্লেখ করেন, কাজ সম্পন্ন হওয়ার পর উত্তর খুরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ মিয়া কমিশনের নামে তাঁর নিকট থেকে ২০,০০০ টাকা গ্রহণ করেন।
ফখরুল ইসলাম অভিযোগে আরও উল্লেখ করেন, তিনি প্রকল্পের সভাপতি হিসেবে সম্মাননা বাবদ ইউপি সদস্যকে নিজ উদ্যোগে ১০,০০০ টাকা প্রদান করলেও অতিরিক্তভাবে কমিশনের নামে আরও ২০,০০০ টাকা নেওয়া হয়। তবে টাকা গ্রহণের সময় কোনো ধরনের রসিদ বা ভাউচার প্রদান করা হয়নি।
এ বিষয়ে অভিযোগকারী ফখরুল ইসলাম বলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।