ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
আগস্ট ৩০, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২) প্রকল্পের প্রবাসবন্ধু ফোরাম উপজেলা কমিটির ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ আগস্ট শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বন্ধু ফোরামের সভাপতি অজিত কুমার দাশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার সাজেদা বেগম। এছাড়া বন্ধু ফোরামের সদস্য মাস্টার আজিজুর রহমান, মোশাহিদ আলী, সাংবাদিক ফজল উদ্দিন, জুয়েল আহমদ, সাহেদুজ্জামান, সীমা রানী দাস, রাজ উদ্দিন, বিল্লাল হোসেন, শাহিনুর আহমদ প্রমুখ অংশগ্রহণ করেন।

সভায় আলোচকরা বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন, মনোসামাজিক সহায়তা এবং আর্থ-সামাজিক পুনরেকত্রীকরণ কার্যক্রম চালু রয়েছে। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক ১৯৭২ সাল থেকে দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে কাজ করে যাচ্ছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হলো মাইগ্রেশন প্রোগ্রাম।

সভায় বক্তব্যে নজরুল ইসলাম বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশফেরত মানুষদের সামাজিক-অর্থনৈতিকভাবে পুনর্গঠিত করতে ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে অজিত কুমার দাশ বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীরা বিরাট অবদান রাখছেন। বিদেশফেরত মানুষদের পাশে থেকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। ছাতক উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে প্রবাসীদের জন্য কাউন্সেলিং, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।”

আলোচনা শেষে প্রবাসী মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।