ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন এক সন্তানের জননী

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখের (৩২) বাড়িতে স্ত্রীর স্বীকৃতি ও বিয়ের দাবিতে অনশন করছেন বিথি আক্তার (৩১) নামে এক সন্তানের জননী।

 ঘটনাটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন ঘটে ।

সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এই অনশন বুধবার (৮ অক্টোবর) পর্যন্তও চলেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী।

এ বিষয়ে স্বাধীন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিথির স্বামী প্রায় সাত বছর আগে মারা যান। এরপর পিত্রালয়ে বসবাসরত অবস্থায় তার প্রতিবেশী স্বাধীন শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিথির অভিযোগ, স্বাধীন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং প্রায় ছয় লাখ টাকা নেন। সর্বশেষ গত ১৬ জুলাই রাতে তার পিত্রালয়ে শারীরিক সম্পর্কের ঘটনা স্থানীয়রা টের পেলে স্বাধীন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান না পেয়ে বিথি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা (নং-১২৬/২৫) দায়ের করেন। মামলা করার পরও প্রতিকার না পেয়ে বর্তমানে তিনি স্বাধীন শেখের বাড়িতে টানা দুই দিন ধরে অনশন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।