ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন একজন প্রবাসী

rising sylhet
rising sylhet
জুলাই ২৯, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন একজন প্রবাসী যুবক।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পর রাজধানীর বনানী কবরস্থানের কাছাকাছি রাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওই প্রবাসী যুবকের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়।

পরিবারটির একজন সদস্য বলেছেন, তাদের সবাই আতঙ্কে রয়েছেন। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোনসহ নগদ কিছু অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

প্রবাসী যুবকের পরিবার জানায়, বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। নিরাপত্তার কারণে নিজেদের পরিচয় তারা সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, তাদের হয়ত বিমানবন্দর থেকে ফলো করা হয়েছে। এরপর বনানী কবরস্থানের কাছাকাছি এসে আমরা (পুলিশ) যেরকম লাইট ব্যবহার করি সেরকম সিগন্যাল লাইট দেখিয়ে গাড়িটি থামিয়েছে। এরপর তাদের ডিবি পরিচয় দিয়ে ভয় ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়েছে।

আহত হয়েছেন কি না, বা মারধর করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, সেরকম কেউ আহত নেই। তবে মারধর কিছু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।