গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে তিনটার দিকে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়।
তার নাম মো. মঞ্জুর আহমদ (৪২)। তিনি পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
তবে এটি হত্যা না আত্মহত্যা- তা কেবল পোস্টমর্টেমের পর জানা যাবে।
গোলাপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, তাদের ধারনা মঞ্জুর কয়েকদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ কিছুটা পঁচে গেছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা লাশের কথা জানতে পেরেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।