ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জনগণের মৌলিক অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকব : খন্দকার মুক্তাদির

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করবে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কয়েস ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব।

আজ কয়েস ফাউন্ডেশন ইউকে পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার। এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে আপনাদের সব সমস্যা সমাধান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আছি, এবং থাকব। আমি সর্বদা আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।

কয়েস ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েস আহমদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব সৈয়দ রাজন।

৫১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।