ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জন্মস্থান পুজাতো শহরের সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১০, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জন্মস্থান পুজাতো শহরের সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল।

কাতার বিশ্বকাপে ফুটবলারদের পাশাপাশি কোচ লিওনেল স্কালোনির অক্লান্ত পরিশ্রমের কথা কেউ অস্বীকার করতে পারবে না।

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

নিজের জন্মস্থান পুজাতো শহরের সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’। বিশ্বকাপ জয়ের কিছুদিন পরই পুজাতোর স্থানীয় সরকার দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করার। সেই কথাই রাখলেন কুয়াকুয়ারেনি। এই সপ্তাহে স্কালোনির নামে নামকরণ করা হয়েছে একটি সড়কের।

দলকে আগলে রেখে কাতার বিশ্বকাপ জয়ে তিনি রেখেছেন বড় অবদান। পেয়েছেন বেশ কয়েকটি স্বীকৃতিও। এবার নামের পাশে আরও একটি স্বীকৃতি যোগ হলো স্কালোনির।

সম্মানজনক এই স্বীকৃতি পেতে স্কালোনি উপস্থিত ছিলেন পুজাতোর স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে। সেখানে ক্লাবের তরুণ ফুটবলার ও সমর্থকরা আর্জেন্টাইন কোচের অটোগ্রাফ ও তাকে একনজর দেখতে মুখিয়ে ছিলেন। নতুন বছরে এটাই স্কালোনির জন্য বড় পাওয়া।

১৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।