
রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে শফিক মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ খামারবাড়ি এলাকায় একটি জমি থেকে উদ্ধার করে।
নিহত শফিক মিয়া একই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। সাত বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।
পরিবারের সূত্রে জানা গেছে, শফিকের বড় ভাই রফিক মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও বিষয়টির নিষ্পত্তি হয়নি।
রোববার রাতে বোন মিনারার বাড়ি থেকে ফেরার পথে শফিকের ওপর হামলার ঘটনা ঘটে। তার বোনের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এতে ভাই রফিকের শ্বশুর ও শ্যালকসহ প্রায় ১০-১২ জন জড়িত।
চুনারুঘাট থানার তদন্ত কর্মকর্তা মো. আল আমিন মীর জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের ফল বলেই মনে হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।