
রাইজিংসিলেট- ১৭ অক্টোবর, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দল “জুলাই জাতীয় সনদ ২০২৫”-এ স্বাক্ষর করে। এই সনদে দলগুলো সাত দফা অঙ্গীকার করেছে, যার মূল লক্ষ্য হলো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা।
সাত দফা অঙ্গীকার (মূল বক্তব্য):
১. গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা ও সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতকরণ।
২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া সুযোগ ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি।
- সনদকে সংবিধানে অন্তর্ভুক্তির অঙ্গীকার।
জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে সনদকে সংবিধানে সংযুক্ত করার ঘোষণা। -
সনদের বৈধতা প্রশ্নবিদ্ধ না করা ও আইনি সুরক্ষা নিশ্চিতকরণ।
কোনো আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন না তোলা এবং প্রতিটি ধাপে আইনি সুরক্ষা প্রদান। -
গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্বীকৃতি।
১৬ বছরের সংগ্রাম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি। -
গুম, খুন ও নির্যাতনের শিকারদের বিচার ও পুনর্বাসন।
শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, পরিবারকে সহায়তা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। -
রাষ্ট্রীয় কাঠামোর সর্বাত্মক সংস্কার।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমনব্যবস্থায় সংস্কার আনতে আইন ও বিধি সংশোধন বা প্রণয়ন। -
তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার।
অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন নিশ্চিতকরণ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দলসমূহ:
বিএনপি
জামায়াতে ইসলামি
নাগরিক ঐক্য
এবি পার্টি
গণসংহতি আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশ
(মোট ২৫টি দল)
অংশগ্রহণ করেনি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
সিপিবি, বাসদসহ চারটি বামপন্থি দল