
রাষ্ট্রীয় গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার বর্ধিত সভা শনিবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াই টায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহবায়ক লিটন আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফয়েজ আহমদ, ইকবাল হোসেন, আব্দুর রহিম, সাহেল আহমদ, আব্দুল জলিল, ময়নুল হক ইমন, সালমান বিন সুহাইব, শামীম আহমদ, লায়েক আহমদ, মাহমুদ হোসাইন, নূর উদ্দিন, মো. জুবায়ের আহমেদ রুমান, মো. আখলাকুজ্জামান লাহিন, জাফর আহমদ, আব্দুল মালেক, সাফওয়ান আহমদ, মাহমুদুল হাসান, সৈয়দ মোস্তফা জামান রাফি, আব্দুল মালিক, আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় জুলাই যোদ্ধা সংসদের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনের সদস্য বৃদ্ধি প্রস্তাব করা হয় এবং সর্বসম্মতিক্রমে ১৩টি উপজেলা থেকে আহবায়ক কমটিতে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যাদেরকে আহবায়ক কমিটিতে অন্তভূক্ত করা হয়েছে তারা হলেন- ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমদ, ইসহাক আহমেদ, এনামুল কবির, আমিনুল ইসলাম, শিক্ষক রাজু আহমদ, মো. আলাল আহমদ, লায়েক আহমদ, আব্দুল হালিম, উসমান সুলতান, মো. সুজন, মিজানুর রহমান, সেলিম আহমদ, আলী আহমদ, মো. আলী রিয়াদ, মো. ময়নুল হক ইমন, আব্দুল হান্নান গাজী, মো. রাজন, মুর্শেদ আহমদ, রুমন আহমদ, শিবলু আহমদ, মো. আমজাদ, আব্দুর রউফ রাফি, মাহবুব হোসেন, রাশেদুজ্জামান রাসেল, মো. সাইফুল ইসলাম চৌধুরী, ইব্রাহীম।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সরকার ক্ষমতায় থাকলেও আন্দোলনে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সরকার ব্যর্থ। অবিলম্বে সরকারকে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা আরো বলেন, শহীদ পরিবারদেরকে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আজ দেশ পরিচালনা করছে সেই সরকারের কাছ থেকে শহীদ এবং জুলাই যোদ্ধাদের অবহেলা করা মেনে নেওয়া যায় না।