ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৫ সম্পন্ন।

সিলেটের জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি উম্মে সালিক রুমাইয়া। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল ইসলাম, সুমন দেব ও আজিজুল আশরাফ আসিফ যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠ এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করে শুভেচ্ছা বক্তব্যে রাখেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন ও অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহন করেন।

ঐ দিনে বিকালে ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন, মরহুম ডাঃ কুদরত উল্লাহ্’র মেয়ে সিদ্দিকা শাম্মামা, উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, অভিভাবক সদস্য হাজী আবদুল হাই সহ স্স্থানীয় গনমাধ্যাম কর্মীগন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন ও তার সহধর্মিণী সিদ্দিকা শাম্মামার হাতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি উম্মে সালিক রুমাইয়া।

৬৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।