
রাইজিংসিলেট- সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে বিপুল সংখ্যক ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ সেপ্টেম্বর) বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির তথ্য অনুযায়ী, কমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬টি মহিষ আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এর আগের দিন, শনিবারও সীমান্ত এলাকা থেকে ১০টি গরু ও ৪টি মহিষ জব্দ করা হয়, যেগুলোর মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
সব মিলিয়ে দুই দিনের অভিযানে মোট ৩৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের পশু আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।