ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টপ এন্ড টি-টোয়েন্টি’ সিরিজ অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে

rising sylhet
rising sylhet
আগস্ট ৪, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

‘টপ এন্ড টি-টোয়েন্টি’ সিরিজ অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে ।

১৪ আগস্ট থেকে ডারউইনে শুরু হওয়া এই ১০ দলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, যার নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দল রানার্সআপ হয়েছিল। এবার দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ৭ আগস্ট সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে সোহান বাহিনী।

সোমবার (৪ আগস্ট) বিসিবি ঘোষিত স্কোয়াডে রয়েছে জাতীয় দলের নিয়মিত মুখ যেমন মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।

অংশগ্রহণকারী দলসমূহ: বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস,পার্থ স্কচার্স।

ম্যাচ সূচি (বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টা):১৪ আগস্ট: বনাম পাকিস্তান শাহীনস,১৬ আগস্ট: বনাম নেপাল,১৭ আগস্ট: বনাম পার্থ স্কচার্স,১৯ আগস্ট: বনাম নর্দার্ন টেরিটরি স্ট্রাইক,২১ আগস্ট: বনাম মেলবোর্ন স্টারস ।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৪ আগষ্ট পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ১৬ আগষ্ট নেপাল, ১৭ আগষ্ট বিগ ব্যাশের দল পার্থ স্কচার্স, ১৯ আগষ্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও ২১ আগষ্ট বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারসের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

এ টুর্নামেন্টটি হবে বাংলাদেশ ক্রিকেটারদের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের দুর্দান্ত একটি সুযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।