
রাইজিংসিলেট- ফেসবুকে জনপ্রিয় হতে কে না চায়, কিন্তু চাইলেই কী ফেসবুকে জনপ্রিয় হওয়া যায়। অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন যার অধিক ফলোয়ার থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারেন না।
বর্তমানে দুইভাবে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেইজ দুইভাবে ভেরিফায়েড করা যায়। অর্থ ছাড়া এবং অর্থ দিয়েই রয়েছে ফেসবুক ভেরিফায়েডের সুবিধা। তবে অনেকে অর্থ ছাড়াই ফেসবুক ভেরিফায়েড করতে চান।
ফেসবুকে খেয়াল করলে দেখা যায় অনেকের অ্যাকাউন্টের পাশে নীল একটি টিক চিহ্ন দেখা যায়। বিশেষ করে বিশিষ্ট কোনো ব্যক্তি, কোনো ব্যাবসায়িক পেজ বা কোম্পানির অ্যাকাউন্টে। তারকাখ্যাতি-সম্পন্ন ব্যক্তি, সেলিব্রিটি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের অ্যাকাউন্ট বা পেজেও এটি খেয়াল করবেন।
অ্যাকাউন্টের নামের পাশে কিংবা ফেসবুক পেইজে নীল টিক চিহ্ন থাকলে সহজেই বুঝিয়ে দেয় যে, পেজ বা অ্যাকাউন্টটি ভেরিফায়েড। অর্থাৎ ভুয়া কোনো পেজ নয় এটি। ফেসবুক স্বীকৃত একটি ফ্যানপেজ।
খুব বেশি ঝামেলা ছাড়াই আপনার অ্যাকাউন্টটি ভেরিফায়েড করতে পারেন। তার আগে জেনে নিন ব্লু ব্যাজ পেতে কী কী নথির প্রয়োজন হয়-
* প্রথমত অ্যাকাউন্টটি আসল এবং সক্রিয় হতে হবে।
* অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার সঠিক থাকতে হবে।
* অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যবসা বা প্রতিষ্ঠানটি কোনো নামি এবং স্বীকৃত কোম্পানি হতে হবে।
* ব্লু টিকের জন্য আবেদন করতে, অ্যাকাউন্টের মালিককে ফেসবুকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
যেভাবে করতে হবে
* প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে সেটিংসে প্রবেশ করতে হবে।
* সেখান থেকে অ্যাবাউটে যান।
* সেখান থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে যাবেন।
* এবার রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশনটি দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।
* এবার আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যাতে আপনার নাম, ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট, যোগাযোগের তথ্য এবং অন্যান্য বিশদ দিতে হবে।
* আপনাকে অবশ্যই একটি বৈধ নথি আপলোড করতে হবে, যা আপনার পরিচয় এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রমাণপত্র। ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করবে এবং আপনি যোগ্য হলে আপনাকে একটি ব্লু টিক দেওয়া হবে।