
রাইজিংসিলেট-: কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেওয়ায় ইরানের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অস্বাভাবিক সতর্কবার্তার কারণ নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বলেন, ইরানের এই পদক্ষেপ ছিল মূলত প্রতীকী। তিনি জানান, ইরান চাইছিল যুক্তরাষ্ট্র বুঝতে পারুক—তারা সরাসরি বড় ধরনের সংঘাতে যেতে চায় না। এ কারণে সময় ও সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে আগাম তথ্য দিয়ে ইরান নিশ্চিত করেছে যেন বেসামরিক বিমান ও কর্মীরা নিরাপদে সরে যেতে পারে।
হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে পরিস্থিতি শান্ত থাকার কথা জানান। তবে ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। বিষয়টি নিয়ে স্বয়ং যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে সমালোচনা।
সাবেক মার্কিন কূটনীতিক নেড প্রাইস বলেন, ট্রাম্পের ঘোষিত সমঝোতা স্থায়ী কোনো সমাধান নয়, বরং তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনের একটি সাময়িক চেষ্টা মাত্র।