রাইজিংসিলেট- ঠোঁটে-চুমু স্পেনের হয়ে বিশ্বজয়ী ফুটবলারদের না খেলার সিদ্ধান্ত। স্পেনের নারী বিশ্বকাপজয়ী তারকা হেনি হেরমোসো দেশেটির ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের দ্বারা অপমানিত হয়েছেন অভিযোগ উঠেছে। এর কারণ অবশ্য গোটা ফুটবল দুনিয়ারই জানা। সদ্য সমাপ্ত নারী ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে শিরোপা উদযাপনের সময় হেরমোসোর ঠোঁটে চুমু দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রুবিয়ালেস।
গত কয়য় দিন ধরে এই ইস্যুতে তুমুল বিতর্ক চলছে। চলছে সমালোচনাও। তবে রুবিয়ালেস জানিয়েছেন, তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পদ থেকে পদত্যাগ করবেন না।
এদিকে হেরমোসো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, চুমুতে তার সম্মতি ছিল না। যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
স্পেনের হয়ে নারী বিশ্বকাপজয়ী ২৩ জন খেলোয়াড়সহ মোট ৮১ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। ‘নেতৃত্ব’ পরিবর্তন না হওয়া পর্যন্ত, অর্থাৎ রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত এসব খেলোয়াড় স্পেনের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
অপরদিকে রুবিয়ালেসকে বরখাস্ত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্পেন সরকার। ফিফাও শৃঙ্খলা ভাঙার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।