
রাইজিংসিলেট- ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা আজ শেষ হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) অন্যান্য দিনের তুলনায় মনোনয়নপত্র সংগ্রহে শিক্ষার্থীদের ভিড় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।
আজ দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন ২৮ জন প্রার্থী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫৩ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আজকের দিনেও বেশ কয়েকজন নারী শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে।
এদিন পূর্ণাঙ্গ প্যানেলসহ মনোনয়নপত্র সংগ্রহ করতে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। এছাড়া, দুপুরের দিকে ছাত্রদল ও বাম জোটের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবে বলে জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।