রাইজিংসিলেট- বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তামিম ইকবাল। গত বুধবার এক ভিডিও বার্তায় এ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। বিসিবির এক প্রভাবশালী কর্তার দিকে আঙুল তোলেন বাঁহাতি ওপেনার।
তামিম জানান, টাইগার বোর্ডের ওই কর্তা ফোন করে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে নিচের দিকে ব্যাট করার প্রস্তাব দেন। তবে তা মেনে নেননি তিনি। সেই সঙ্গে বিশ্বকাপের দলে না রাখার অনুরোধ করেন। অবশেষে ওই কর্তার নাম জানা গেলো। তিনি আর কেউ নন, খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ভারতীয় শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জালাল ইউনুস। টিম ডিরেক্টর রয়েছেন খালেদ মাহমুদ সুজন। তারা প্রত্যেকে প্রভাবশালী। তবে একাধিক সংবাদমাধ্যমের খবর, তামিমকে ফোন করেছিলেন পাপন। ইতোমধ্যে এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে মুখ খোলেননি তিনি।