
রাইজিংসিলেট- সিলেট শহরের তালতলা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় এবং হোটেলটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে হোটেল বিলাসে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন: রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) এবং সাইদুল ইসলাম (২৫)।
এর আগে চলতি মাসের ১৩ তারিখে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ নামের আরেকটি হোটেলেও একই ধরনের অভিযোগে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছিল পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হোটেল ব্যবসায়ীরা যেন সঠিক নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করেন- এ উদ্দেশ্যে পূর্বে একটি বৈঠকের আয়োজন করে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। তবে তারপরও কিছু হোটেলে অনৈতিক কার্যকলাপ চলমান থাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হোটেল বিলাসে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক এবং হোটেলটি বন্ধ করে দেওয়া হয়।