ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের ইফতার সম্পন্ন

rising sylhet
rising sylhet
এপ্রিল ১০, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওতাধীন তাহিরপুর উপজেলা স্থল বন্দর লোড আন-লোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার উপজেলা স্থলবন্দর লোড আন-লোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ক্বারী আল আমিনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আবু হানিফ নোমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মোঃ লুৎফর রহমান দুলাল, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সালেহ আহমদ, সহ সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ ও
কোষাধ্যক্ষ আল আমিন প্রমুখ।
দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালন করেন তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মোঃ সুলতান আহমেদ।

৮৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।