
রাইজিংসিলেট- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে একটি স্টিলের নৌকা ও আনুমানিক ৬০ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. তাহের মিয়া (২০), পিতা– মুসলিম মিয়া, গ্রাম– গাজীপুর
২. বিজয় আহমদ (২৪), পিতা– কাদির মিয়া, গ্রাম– বাদাঘাট
৩. নজির আহমদ (২৬), পিতা– মৃত আবু তাহের, গ্রাম– টেকাটুকিয়া
(তিনজনই তাহিরপুর থানার অধীন, সুনামগঞ্জ জেলা)
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।