
রাইজিংসিলেট- অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তুরস্কের ফুটবলে নেমেছে চরম অস্থিরতা। ইস্তাম্বুলের এক আদালত ছয়জন সহকারী রেফারিকে সাময়িকভাবে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। একই মামলায় প্রথম বিভাগের ক্লাব আয়ুপসপোরের সভাপতিকেও কারাগারে পাঠানো হয়েছে।
তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, ম্যাচে বাজি ধরার অভিযোগে ১,০২৪ জন ফুটবলারকে শৃঙ্খলাবিষয়ক কমিটির সামনে তলব করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা খেলতে পারবেন না।
আটক রেফারিদের মধ্যে সবাই তৃতীয় ও চতুর্থ বিভাগের। এদিকে, গত শুক্রবার থেকে আটক থাকা আরও ১১ রেফারিকে আদালতের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে।
বেশির ভাগ নিষিদ্ধ ফুটবলার নিম্ন বিভাগের হওয়ায় সংশ্লিষ্ট ক্লাবগুলো খেলোয়াড় সংকটে পড়েছে। টিএফএফ জানিয়েছে, তারা ফিফার সঙ্গে আলোচনা করছে যাতে ২০২৫–২৬ মৌসুমের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে অতিরিক্ত ১৫ দিনের সুযোগ দেয়া যায়।
তৃতীয় ও চতুর্থ বিভাগের লিগ ইতিমধ্যে দুই সপ্তাহ ধরে স্থগিত রয়েছে। এ ছাড়া, প্রথম বিভাগের ২৭ জন খেলোয়াড়ের বিরুদ্ধেও জুয়ায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।
এর আগে মাসের শুরুতে একই কেলেঙ্কারির জেরে টিএফএফ ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িক বরখাস্ত করেছিল।