দেশের ১০ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে পাঠানো হয়েছে গুলশান কার্যালয়ে। কেন্দ্রের ডাক পেয়ে তৃণমূলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলের শীর্ষ নেতার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শেষ দিনে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় হয়। দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে এদিন সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
তাদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মন দিয়ে শুনছেন তাদের বক্তব্য। দিচ্ছেন নানা জরুরি নির্দেশনা। মনোনয়ন পাওয়ার পর প্রার্থীদের কোনো ধরনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরও কঠিন সময় আসবে বলে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক ও সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষ সুযোগ পাবে।
সভায় শুধু তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় তারেক রহমান বলেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে।
সভায় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরা প্রায় একই রকম তথ্য দিয়ে জানিয়েছেন, সভায় তারেক রহমান নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তারা বলেন, মনোনয়ন পাওয়ার পরে কোনো মিছিল, মিষ্টি বিতরণ, ফুল বিতরণ করা যাবে না। এগুলো করলে দলের ঐক্য বিনষ্ট হবে।