ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত

rising sylhet
rising sylhet
জুন ২০, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ads

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোরে আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ওং বলেন, আমরা অন্যান্য অংশীদার দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। তবে বর্তমানে মাটিতে পরিস্থিতির কারণে কনসুলার সেবা সচল রাখা হয়েছে অত্যন্ত সীমিত পর্যায়ে। আকাশপথও বন্ধ রয়েছে।

অস্ট্রেলিয়ার ইরান দূতাবাসের রাষ্ট্রদূত ইয়ান ম্যাককনভিল আঞ্চলিক পর্যায়ে থেকেই সরকারের প্রতিক্রিয়া সমন্বয় করবেন বলেও জানান তিনি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইরানে ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে অস্ট্রেলিয়ান সরকার তেহরানে কর্মরত সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে আসার নির্দেশ দিয়েছে।

তিনি আরও জানান, ইরান ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তার জন্য কনসুলার স্টাফদের পার্শ্ববর্তী আজারবাইজান ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

ইরানে অবস্থানরত ১,৫০০ এর বেশি অস্ট্রেলিয়ান ও তাদের পরিবারের সদস্যরা দেশ ছাড়তে সহায়তার জন্য অনুরোধ করেছেন। এদিকে নিউজিল্যান্ড চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে কুক দ্বীপপুঞ্জে বরাদ্দকৃত কোটি কোটি ডলারের বাজেট সহায়তা স্থগিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।