ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিপুরায় হবিগঞ্জের ৩জনকে পি টি য়ে ও তীর মেরে হ ত্যা

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৬, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিনজন বাংলাদেশিকে গণপিটুনি ও তীর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা। ঘটনার পর স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে এবং বর্তমানে মরদেহগুলো ত্রিপুরার সাম্পাহার থানায় রয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন:

জুয়েল মিয়া (৩২), পিতা আশ্বব আলী, গ্রাম: আলীনগর, চুনারুঘাট

পন্ডিত মিয়া (৪৫), পিতা কনা মিয়া, গ্রাম: বাসুল্লা

সজল মিয়া (২০), পিতা কদ্দুস মিয়া, গ্রাম: কবিলাশপুর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, এই তিন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৪-৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। এলাকাটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়নের আওতায়।

বিজিবির প্রাথমিক ধারণা—তারা সম্ভবত গবাদিপশু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন। পরে স্থানীয়রা তাদের চোর সন্দেহে গণপিটুনি দেয় এবং তীর ছুড়ে হত্যা করে।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য তারেকুর রহমান জানান, ছবি দেখে নিহতদের শনাক্ত করা হয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, বিএসএফের সঙ্গে আলোচনা চলছে—পরে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।