ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

থানার ব্যারাকের টয়লেট থেকে এএসআইয়ের মরদেহ উ দ্ধা র

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৩, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

থানার ব্যারাকের টয়লেট থেকে মো. অহিদুর রহমান নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার মো. শহীদুল্লাহর ছেলে। তিনি চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের চকবাজার ব্যারাকের টয়লেট থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সকালে ব্যারাকের বাথরুমে গামছা নিয়ে অহিদুর টয়লেটে যান। সকালে সাড়ে ১০টার দিকে আরেকজন পুলিশ সদস্য টয়লেটে যাওয়ার জন্য যান। অনেকক্ষণ অপেক্ষার পর উকি দিয়ে দেখেন ভিতরে একজন ঝুলে আছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে টয়লেটের দরজা ভাঙা হয়। দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। পরে অহিদুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধারণা করছি অহিদুল আত্মহত্যা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।