ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দুইদিনে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)।

এতে বলা হয়, আগামী ১৯ এবং ২০ নভেম্বর কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা ও এর আশপাশের অল্পকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানায় বিডব্লিউওটি।

তবে এসব জেলার সকল স্থানে বৃষ্টি হবে না। এমনকি একটানা ভারি বৃষ্টিও হবে না। এছাড়া এই সময়ে দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

তবে দেশের অন্যজেলাগুলোতে আগামী ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম।

আবহাওয়া দফতরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।