সিলেটের এক সময়ের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবলা ও তার বউ আনিছার বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
সিলেট মহানগর মুখ্য হাকিম প্রথম আদালত থেকে তাদের বিরুদ্ধে গত ১৬ অক্টোবর এই গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়। বাবলা আহমদ এর পালক পুত্র রাসেল আহমদের দায়েরকৃত মোগলাবাজার সি আর ১২৬/২২ নং মামলার অধিকতর তদন্ত শেষে পি বি আই,র পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন আদালতে একটি প্রতিবেদন দাখিলের পর আদালত তা পর্যালোচনা করে পেনাল কোডের ৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪১৬/৩৪ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় তিন জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন।
মামলাটি দায়ের হবার পর প্রথমদিকে দলিল জালিয়াতির মামলাটি তদন্ত করতেন সি আই ডি র একজন কর্মকর্তা। সি আই ডির তদন্ত প্রতিবেদনের উপর মামলার বাদী রাসেল আহমদের নারাজি দাখিলের কারনে আদালত পুনরায় তদন্তের জন্য পি বি আই কে নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য মামলার বাদী রাসেল আহমদ বিবাদী বাবলা আহমদের বড় বউ তইনচচা বেগমের ছেলে। রাসেলের মা জীবিত থাকতে তার ছেলে কে ৫ ডিসিমেল ভূমি দান করেন,কিন্তু বড় বউ মারা যাবার পর বাবলা সেই দলিল কে জাল আখ্যায়ীত বর্তমান বউ আনিছা বেগম ও তার ভাই মোশাররফ খানের সহযোগিতায় নিজের নামে আরেক টি জাল দলিল সৃজনকরে পালক ছেলে রাসেলেকে বঞ্চিত করার চেষ্টা করেন। আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন গতকালই গ্রেফতারী পরোয়ানা গুলো দক্ষিন সুরমা থানায় প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য বাবলা আহমদের মুলবাড়ী খোজারখলায় হলেও তিনি পরিবার নিয়ে ২৫ নং ওয়ার্ডের মুছারগাও গ্রামে বসবাস করেন এবং বিরোধীয় ভূমিতেই উভয়ের বসবাস।