
রাইজিংসিলেট- দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন পদে মোট ৮৫ জনকে নিয়োগ দিতে যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করতে পারবেন ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে ৫ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগের পদ ও যোগ্যতা:
- সহকারী পরিচালক (২০টি পদ)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
- উপসহকারী পরিচালক (৫০টি পদ)
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
- কোর্ট পরিদর্শক (৩টি পদ)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি / এলএলবি ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
- সহকারী পরিদর্শক (১০টি পদ)
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
- হিসাবরক্ষক (১টি পদ)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
- ক্যাশিয়ার (১টি পদ)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়সসীমা:
২০২৫ সালের ১ সেপ্টেম্বর তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে ১ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে দুদকে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছর ছাড় রয়েছে।
আবেদন সংক্রান্ত তথ্য:
একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম পাওয়া যাবে: দুর্নীতি দমন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন ফি ও টেলিটক সার্ভিস চার্জ:
পদ ১–৩: আবেদন ফি ২০০ টাকা + সার্ভিস চার্জ ২৩ টাকা = মোট ২২৩ টাকা
পদ ৪–৫: আবেদন ফি ১৫০ টাকা + সার্ভিস চার্জ ১৮ টাকা = মোট ১৬৮ টাকা
পদ ৬: আবেদন ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা