ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ধোপাগুল এলাকায় যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযান

rising sylhet
rising sylhet
জুন ১৬, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

ধোপাগুল এলাকায় যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেয়া হয়েছে এবং ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশেরে উপপুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভিউকে জানান, যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে সিলেটের ধোপাগুলে ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং এই সময় ৩০টি ক্রাশার মেশিনের বিদ্যুতের মিটার খুলে নেওয়া হয়।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে সোমবার বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ধোপাগুল বাজারের ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেওয়া হয়েছে এবং ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।