ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরীতে বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রভাব খাটিয়ে নিজেই তিনটি অবৈধ ড্রেজারে বালু তুলে বিক্রি করছেন। স্থানীয় ভুক্তভোগীরা জানায় দীর্ঘদিন দিন থেকে বালু খেকোরা বালু তুলে ফসলি জমি, রাস্তাঘাট ভেঙ্গে নদী বালিয়ে দিচ্ছে। এতে করে একদিকে এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। সেই সাথে ভবিষ্যতে উজানের নদীর পানির স্রোতে এলাকাটি নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশংকা করছে গ্রামবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কচাকাটার কুমেদপুর বাজারের দক্ষিণে কামারের চর এলাকায় মুজিব কেল্লা প্রল্পের মাটি ভরাটের কাজ চলছে। সুজোগ নিয়ে বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রভাব খাটিয়ে ব্যক্তি মালিকানাধীন ও খাষ জমিতে ৫টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ড্রেজার মেশিনের অপারেটর বলেন, চেয়ারম্যান মেশিন লাগিয়েছে, আমরা কামলা দিয়েছি। এ ব্যাপারে স্থানীয় রিপন মিয়া জানায়, যেভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে আমাদের ধান ও পাট খেত ভেঙ্গে যাবে। এলাকার খোকন মিয়া ও কৃষক আব্দুল খালেক বলেন যেখানে বালু তুলছে তার পাশেই এবছর ভুট্টা আবাদ করেছি, এভাবে বালু উত্তোলন করলে আগামী বছর হয়তো আমার জমি নদী হয়ে যাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) মোফাখখারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বালু ভারাটের কাজ করছে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার লোক আপনাদের সাথে সাক্ষাৎ করবে।

ওই এলাকায় একটি মিটিং আছে, সে সময় পরিদর্শন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক আহমেদ জানায় আমি বিষয়টি জানিনা, তবে অল্প সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।