ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নারীর মস্তিষ্কে জীবন্ত কৃমি

rising sylhet
rising sylhet
আগস্ট ২৯, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

৮ সেন্টিমিটারের একটি জীবন্ত কৃমি পেয়েছেন অস্ট্রেলীয় এক নারীর মস্তিষ্কে।বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে এই প্রথম মানুষের মাথায় পাওয়া গেলো এই কৃমি।
খবর বিবিসি।

ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগের চিকিৎসক সঞ্জয় সেনানায়েক বলেন, অস্ত্রোপচার কক্ষে থাকা সবাই দারুণভাবে ধাক্কা খেয়েছিল। অস্ত্রোপচারকারী যখন চিমটা দিয়ে এটি তুলে ধরেছিল, এটি তখন নড়াচড়া করছিল। এটি জীবন্ত ছিল। লাল রঙের এই পরজীবীর দৈর্ঘ্য ছিল ৮ সেন্টিমিটার।

তিনি বলেন, এটি নতুন ধরনের সংক্রমণ। মানুষে এমন ধরনের সংক্রমণ এর আগে পাওয়া যায়নি।

গবেষকরা সতর্ক করছেন যে, এটি প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ এবং সংক্রমণের ক্রমবর্ধমান বিপদকে তুলে ধরে।

গেল বছর ক্যানবেরায় ইংল্যান্ডের বংশোদ্ভূত ওই নারীর ফ্রন্টাল লোবের টিস্যুতে অস্ত্রোপচারের সময়ে তন্তুসদৃশ প্রাণীটি পাওয়া যায়। লাল রঙের পরজীবীটি সেখানে দুই মাসের মতো সময় ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, ওই নারী সম্ভবত তার বসবাসের কাছাকাছি একটি হ্রদের পাশে এক ধরনের দেশীয় ঘাস ওয়ারিগাল গ্রিনস সংগ্রহ করার পর ওই কৃমিতে সংক্রমিত হয়েছিলেন।

এই পরজীবী কৃমির বৈজ্ঞানিক নাম ওফিডাসক্যারিস রবার্টসি। অস্ট্রেলিয়ায় কার্পেট পাইথন নামে এক ধরনের নির্বিষ সাপে এ ধরনের কৃমি দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।