ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী পালিত

rising sylhet
rising sylhet
জুলাই ২৬, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী পালিত। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

২৬ জুলাই (শুক্রবার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন কলেজের এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

ড. আনিসুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্প ও সেবাখাতের উন্নয়ন, প্রযুক্তি সক্ষমতা এবং তরুণ জনশক্তির ভূমিকা তুলে ধরেন। তিনি প্রবাসীদের রেমিট্যান্স ও সার্বিক অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।