ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিখিলের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিখিলের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী।
ওপার বাংলার দর্শকপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে বোদরুমে স্বপ্নের বিবাহ সেরেছিলেন নিখিল জৈন। তাদের সেই বিয়ের সাক্ষী ছিল গোটা দুনিয়া। তবে বিয়ের বছর না ঘুরতেই ছন্দপতন। ভেঙে যায় নুসরাত ও নিখিলের সংসার।

নিখিলের সঙ্গে তার বন্ধুর আংটিবদল অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে শহরের রাস্তায় ড্রাইভ, সব জায়গাতেই সঙ্গী সৌরসেনী। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, নিখিলের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী। তবে সেই খবর নিয়ে মুখ খোলেননি তারা কেউই।

বিচ্ছেদের পর চুটিয়ে প্রেম করছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী। গত বছর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল। বহুদিন নিজেদের সম্পর্ককে গোপনে রাখার পর অবশেষে নিখিলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে সিলমোহর দিলেন দুজন।

সম্প্রতি নিখিলের এক বান্ধবীর আংটিবদল অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে নিখিল ও সৌরসেনীকে। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে পার্টিও করছেন অভিনেত্রী। শহরের রাস্তায় তার লাল রঙের বিলাসবহুল গাড়িতেও দেখা যায় অভিনেত্রীকে। সব মিলিয়ে সৌরসেনীর সঙ্গে নিখিলের প্রেম দারুণভাবে জমে উঠেছে।

সৌরসেনীর সঙ্গে নিখিলের ব্যবসায়িক সম্পর্ক এখন মনের সম্পর্কে পরিণত হয়েছে। নিখিলের জন্মদিনে অভিনেত্রীর পোস্টে সেই আভাস মিলেছিল। এবার সেই সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে।

এদিকে, নুসরাত এখন সংসার করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে। অন্যদিকে নিখিলও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। ব্যবসা নিয়ে রয়েছেন। নতুন করে জীবনে যোগ হয়েছে সৌরসেনী।

এদিকে, সৌরসেনী নিখিলের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, এমনই ঝগড়া আর মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে।

এরপর থেকেই একসঙ্গে দেখা যাচ্ছে নিখিল জৈন আর সৌরসেনীকে। এর আগেও একসঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন দুজন। তাদের মধ্যে সমস্যা শুরু হওয়ার পরেই প্রকাশ্যে আসে, তারা নাকি আইনি বিবাহ করেননি। আর সে কারণেই তাদের সম্পর্ককে লিভ-ইন বলা যায়।

৬৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।