
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দী গ্রামের বাসিন্দা রেশাদ আহমদ রেশাইয়ের ছেলে, নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইবনে আব্বাস লিমনের সন্ধান পাওয়া গেছে।
জানা যায়, গত ১০ ডিসেম্বর লিমন বাড়ি থেকে সিলেট নগরীর চৌহাট্টা আলিয়া মাদ্রাসায় আসে। এরপর বিকেল থেকে তার আর কোনো খোঁজ না পেয়ে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৩৮১) করা হয়।
আজ শনিবার ( ২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে নগরীর আম্বরখানা এলাকায় লিমনকে পাওয়া যায়। পরে নিখোঁজ লিমন ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, ভাগবাড়ি এলাকার একটি মাদ্রাসা থেকে সে তার এক সহপাঠীর সঙ্গে পাবনায় চলে গিয়েছিল। সেখান থেকে আজ ভোরে সে পুনরায় সিলেটে ফিরে আসে।
আম্বরখানা এলাকা থেকে বাড়ি যাওয়ার পথে লিমনকে তার বড় ভাই তাকে দেখতে পান । এরপর তাকে একটি দোকানে বসিয়ে রেখে বাবাকে খবর দিলে তার বাবা সেখানে এসে তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যান।
এ ঘটনায় লিমনের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন এবং যারা খোঁজখবর ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।