ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের বসতঘরে দু র্বৃ ত্ত দের ছু রি কাঘাতে আ হত ১

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

আজমিরীগঞ্জে রাতের আঁধারে নিজের বসতঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিমল সুত্রধর (৫০) নামে এক ব্যাক্তি আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌর সদরের কুমারহাটীতে এই ঘটনা ঘটে।

এসময় স্বজনরা বিমল সুত্রধরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত বিমল সুত্রধর পৌরসদরের কুমারহাটীর বাসিন্দা।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মঞ্জু মিয়া নামে একজনের সাথে জমি সংক্রান্ত বিরোধের একটি বিষয় আমরা জানতে পেরেছি, আমাদের তদন্ত চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আমরা পাইনি৷

জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বিমল সুত্রধরের বাড়িতে সিঁদ কেটে ৪/৫ জন দুর্বৃত্ত তার বসত ঘরে প্রবেশ করে৷ এসময় দুর্বৃত্তরা বিমল সুত্রধরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। বিমল সুত্রধরকে বাঁচাতে তার স্ত্রী শোর চিৎকার শুরু করলে বিমল সুত্রধরের ভাই ও অন্যান্যরা বের হয়ে আসে। এসময় দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত বিমল সুত্রধরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বিমল সুত্রধরের স্ত্রী কনিকা রাণী সুত্রধর জানান, আমরা ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলাম। ভোর তিনটার দিকে সিদঁ কেটে চার থেকে পাঁচজন ঘরে প্রবেশ করে তিনজনের মুখ বাঁধা ছিল আর বাকি একজনের খোলা ছিল৷ ঘরে ডুকেই তারা আমার স্বামীকে ছুরিকাঘাত করতে থাকে। এসময় আমি ভয়ে চিৎকার শুরু করলে পাশের বাড়ি থেকে আমার দেবর ও তার পরিবার বের হয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।