ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের মৃ ত্যু র নাটক সাজিয়ে,অবশেষে দোষী সাব্যস্ত

rising sylhet
rising sylhet
আগস্ট ১৫, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

নিজের মৃত্যুর নাটক সাজিয়ে যুক্তরাষ্ট্র থেকে স্কটল্যান্ডে পালিয়ে যাওয়া নিকোলাস রসি (৩৮) অবশেষে দোষী সাব্যস্ত হয়েছেন। এএফপি জানিয়েছে, ২০০৮ সালে তার তৎকালীন প্রেমিকাকে যৌন নিপীড়নের অভিযোগে সল্ট লেক সিটির একটি জুরি বুধবার (১৩ আগস্ট) তাকে দোষী প্রমাণ করে।

স্থানীয় উটাহ এবিসি জানায়, রসির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সাজা ঘোষণা হবে আগামী অক্টোবর। এর আগে, আগামী মাসে ২০০৮ সালের আরেকটি ধর্ষণ মামলার বিচারের মুখোমুখি হবেন তিনি।

২০২১ সালে রসিকে প্রথম গ্রেপ্তার করা হয়। তখন তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে স্কটল্যান্ডের গ্লাসগোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ইন্টারপোলের ওয়ান্টেড তালিকার ছবির সঙ্গে তার উল্কি মিলিয়ে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

তদন্তে জানা যায়, তিনি নিকোলাস আলাহভার্ডিয়ান নামে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে দেন এবং শোকবার্তায় দাবি করা হয়, তিনি নন-হজকিন লিম্ফোমায় মারা গেছেন।

এরপর ২০২৪ সালের জানুয়ারিতে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। রসি দাবি করেন, তিনি আসলে আইরিশ অনাথ আর্থার নাইট। আর হাসপাতালে কোমায় থাকার সময় তার শরীরে জোর করে উল্কি আঁকা হয় এবং আঙুলের ছাপ পরিবর্তন করা হয়।

আদালত তার এ দাবি খারিজ করে দেন এবং বিচারক তাকে অসৎ, প্রতারণামূলক, ফাঁকিবাজ ও কৌশলী বলে মন্তব্য করেন।

দোষী সাব্যস্ত হওয়ার পর সল্ট লেক কাউন্টির জেলা অ্যাটর্নি সিম গিল সাহসিকতার সঙ্গে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ভুক্তভোগীর প্রশংসা করেন। তিনি বলেন, তার সাহস ও দৃঢ়তা এগিয়ে এসে কথা বলাই মামলার মূল চাবিকাঠি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।