
নির্বাচন কমিশন সিলেটের গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় আসনের সীমানা কিছুটা পরিবর্তন করেছে । আসনগুলো হচ্ছে সিলেট-১ ও সিলেট-৩।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
ভোটার সংখ্যাসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন গঠিত বিশেষ বিশেষজ্ঞ কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী এ পরিবর্তন।
সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এবার এ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড। আগে এ ওয়ার্ডগুলো সিলেট-১ আসনের সঙ্গে ছিল। এছাড়া ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ড আগে ছিল দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের অন্তর্ভুক্ত, তবে যুক্ত ছিল সিলেট-৩ আসনের সঙ্গে। এবারও তাই। এর সঙ্গে আরও যুক্ত করা হয়েছে ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড। দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডগুলো ইউনিয়নে থাকা অবস্থায়ও সিলেট-৩ আসনের সঙ্গে যুক্ত ছিল। এবারও তাই।
সিলেট-১ আসন একসময় ছিল সিলেট মহানগরীর সবগুলো ওয়ার্ড, সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে। পরে কোম্পানীগঞ্জকে সিলেট-১ আসন থেকে বাদ দিয়ে সংযুক্ত করা হয় সিলেট-৪ জৈন্তাপুর-গোয়াইনঘাটের সঙ্গে। সর্বশেষ নির্বাচনও সীমানা এমনই ছিল।
তবে সিলেট সিটি করর্পোরেশনের ওয়ার্ডসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ আসনের সীমানায় কিছুটা পরিবর্তন হয়েছে। ১ থেকে ২৪নং ওয়ার্ড আগের মতোই এ আসনের সঙ্গে এবং বর্ধিত ওয়ার্ডগুলোর মধ্যে ৩১ থেকে ৩৯নং ওয়ার্ডও রয়েছে সিলেট- ১ আসনের সঙ্গে। সিটি করর্পোরেশনের এ ওয়ার্ডগুলো আগে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া, টুলটিকর, টুকেরবাজার, ইউনিয়ন এবং তখনো সিলেট- ১ আসনের অংশ ছিল।
সিলেট- ১ আসনের সঙ্গে যুক্ত থাকা সিলেট সিটি কর্পোরেশনের পুরানো ৩টি ওয়ার্ডকে এবার নিয়ে যাওয়া হলো