
নিষিদ্ধ ঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ তালুকদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবিদ তালুকদার উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে নবীগঞ্জ থানা পয়েন্ট এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় তাকে আটক করা হয়। ওসি শেখ মো. কামরুজ্জামানের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, আবিদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।